Monday, April 17, 2006

অনু কবিতা

আছি ,
বড্ড জানান দিতে ইচ্ছে করে, আছি।
মনে ও মননে গুনগুন করে প্রণয়ের মৌমাছি ।


--------------------------

হেলাল হাফিজের কবিতা ৷ শিরোনাম ভুলে গেছি ৷ কবে কোথায় পড়েছিলাম তাও মনে পড়ে না ৷ শুধু কখনও প্রিয়জনকে কোন কারনে

" আছি " বললেই যেন-- মনের মাঝে গুনগুন করে প্রণয়ের মৌমাছি --!

কবির নাম এবং কবিতাও ভুল লিখেছিলাম, ঠিক করে দিলাম।

4 comments:

Tareq Nurul Hasan said...

তি,
এটা হেলাল হাফিজের কবিতা ৷ রফিক আজাদের নয়৷
আর কবিতাটা এরকম -
" আছি,
বড্ড জানান দিতে ইচ্ছে করে, আছি ৷
মন ও মননে গুন গুন করে প্রণয়ের মৌমাছি ৷ "

আশা করি তোর প্রিয়জন শুনতে পেয়েছে তোর এই কবিতা, আর বুঝতে পেরেছে -

Anonymous said...

কবিতাটি হেলাল হাফিজের ই । খুবই চমৎকার কবিতা।
শাহ আলম

মাল্যবান said...

অপুর্ব ! ক্ষুদ্র অথচ অমোঘ । অস্তির জানান দিলো কিসে ? ভালোবাসায়, প্রণয়ে। প্রণয়ের মৌমাছির এই গুনগুন রয়ে গেলো।

বরফ পানি said...

হেলাল হাফিজের অচল প্রেমের পদ্য। বাকি পদ্যগুলোও এখানে খুঁজে পেলামঃ http://banglalibrary.evergreenbangla.com/blog/category/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C/

ভালো থেকো তিথি আপু :)