উট্পাখি
সুধীন্দ্রনাথ দত্ত
আমার কথা কি শুনতে পাও না তুমি?
কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে?
কোথায় লুকোবে?ধু-ধু করে মরুভূমি ;
ক্ষ 'য়ে ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে ৷
আজ দিগন্তে মরীচিকাও যে নেই ;
নির্বাক,নীল,নির্মম মহাকাশ!
নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই
তুমি বিনা তার সমূহ সর্বনাশ ৷
কোথায় পালাবে? ছুটবে বা আর কত?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা ৷
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই ,তুমি অসহায় একা ৷৷
(*******************)
(শেষের অংশ)
আমি জানি এই ধ্বংসের দায়ভাগে
আমরা দুজনে সমান অংশীদার ;
অপরে পাওনা আদায় করেছে আগে,
আমাদের 'পরে দেনা শোধাবার ভার ৷
তাই অসহ্য লাগে ও-আত্মরতি ৷
অন্ধ হ'লে কি প্রলয় বন্ধ থাকে?
আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ৷
ভ্রান্তিবিলাস সাজে না দুর্বিপাকে ৷
অতএব এসো আমরা সন্ধি ক'রে
প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি :
তুমি নিয়ে চল আমাকে লোকান্তরে,
তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি ৷৷
Monday, April 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sudhindronath-er kobita eksomoy portam na. karon bujhte partam na thikthak.
mone ase, Joy-daa ekdin onekgulo kobita abritti kore shuniyesilo, por por. khub valo legesilo tokhon..
ei kobitaTaao darun.
--- konfu
Post a Comment