Sunday, January 20, 2008

আসাদের শার্ট- শামসুর রাহমান

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।

ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এ্যভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায়।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।


--------------------------------------------


আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। তাঁকে নিয়ে কবি শামসুর রাহমানের এই অমর কবিতাটি আজ এখানে দিলাম।

Friday, January 11, 2008

কবিতাঃ দেখা-অদেখা

তুমি তো আমাকে চেন না, আমিও চিনি না তোমার
ঘুমের গভীরে অথির তিমিরে ঘন নীলিমায়
তুমি আমি তবু পরস্পরের গ্রহদীপশিখা
দু'জনেরই মন দু'জনের কাছে দূর নীহারিকা
চাঁদের আলোয় খোঁজাখুঁজি করি খুঁজি যে আমায়।

তোমার নয়নে আমি অভিমান আমারও নয়নে
রাতের সজল কাজল তারকা শিথিল শয়নে
হাজার রাতের স্বপ্নে জড়ানো অনাগত কাল
হাজার দিনের সুচিরকাম্য সোনালী সকাল
দু'জনেরই সুখ অদেখা আলোর কুসুম চয়নে।

আমাকে তোমার ভালোলাগাটাতো অনাদি বাসনা
তোমাকে যে ভালোবাসবোই তুমি মানস- আসনা
অসীম মনের নীরবতা আর বিজনতা ঘেরা
ক্বচিৎ কখনো কাছে আসো তুমি কখনো আসো না।

আমি যে ঘুরি ঘুরে ঘুরে চলা পৃথিবীর বুকে
'ভালোবাসা' নাম দিয়েছি ঘোরার, আঙুল চিবুকে
যখনি রেখেছি বলেছ, ' কি এত ভাবছো বলো তো? '
কবিতায় লিখি এত কথা তবু দেখা তো হলো না।

Thursday, January 10, 2008

কবিতা

ফুল নেয়া ভালো নয় মেয়ে
ফুল নিলে ফুল দিতে হয়
ফুলের মতন প্রাণ দিতে হয়।