Sunday, April 30, 2006

কবিতা - ৯

কিসের এমন প্রেরণা পেয়েছে মন
নষ্ট আঁধারে শ্রেষ্ঠ বাসনা খোঁজে।
বুকের অসুখে সুখের সপ্ন লিখে
ঘন দুর্যোগ
তবু সে ভাসায় বেহুলার সাম্পান...


রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা "বেহুলার সাম্পান"-এর অংশ।

No comments: