Wednesday, April 19, 2006

কবিতা ৫- সুন্দর

সুন্দর

নির্মলেন্দু গুণ
-------

সুন্দর এসে থেমে গেছে তার
নাসিকার শেষ প্রান্তে ।

নাকপাশা যেন সোনা দিয়ে মোড়া ,
ঘুঘু চোখ ঘুমে বুদ ।
অথবা শীতের পিপড়ের মুখে
আলতা মাখান খুদ ।

আমার জীবন যাবে আজীবন
তোমার জীবন জানতে।

No comments: