Sunday, April 30, 2006

রচনা রবীন্দ্রনাথ

একটি আবৃত্তির লিংক তুললাম নীচে।
আমার খুব প্রিয় একটি আবৃত্তি। শিমুল মুস্তাফার কন্ঠে, রচনা রবীন্দ্রনাথ। সুনেত্রা ঘটক -এর লেখা। এটা মনে হয় ঠিক কবিতা নয়, কবিতার মত নরম, কিন্তু কবিতা নয়।

-:রচনা রবীন্দ্রনাথ :-

রবীন্দ্রনাথ-কে নিয়ে লেখা এর চেয়ে সুন্দর কিছু আমি এখন পর্যন্ত পড়িনি। অথবা বলা যায়- শুনিনি।
ইচ্ছে ছিল- পুরোটা লিখে তুলে দিব, কিন্তু পরে মনে হলো- তাহলে শিমুলের আবৃত্তি শোনানো হবে না!
তাই তুলে দিলাম পুরোটাই।

2 comments:

মৃন্ময় আহমেদ said...

আমার অসম্ভব প্রিয় 'রচনা রবীন্দ্রনাথ'। ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে... শোনার সময় আমার চোখেও জল আসে।।

আমিও এ আবৃত্তি নিয়ে পোস্ট দিয়েছি, তবে সম্পূর্ণ আবৃত্তিটাকেও অক্ষরে তুলে দিয়েছি।। কাঁদালে মোরে গানখানা এ আবৃত্তিতে যে কী অদ্ভুত লেগেছে তা ভাষায় প্রকাশ করা যায় না।।

[url=http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/28727994]ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে[/url]

মৃন্ময় আহমেদ said...

আমার অসম্ভব প্রিয় 'রচনা রবীন্দ্রনাথ'। ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে... শোনার সময় আমার চোখেও জল আসে।।

আমিও এ আবৃত্তি নিয়ে পোস্ট দিয়েছি, তবে সম্পূর্ণ আবৃত্তিটাকেও অক্ষরে তুলে দিয়েছি।। কাঁদালে মোরে গানখানা এ আবৃত্তিতে যে কী অদ্ভুত লেগেছে তা ভাষায় প্রকাশ করা যায় না।।

ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে