অস্ত্র সমর্পণ
হেলাল হাফিজ
মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।
নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।
বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে
তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।
মনে আছে, আমার জ্বালার বুক
তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি
বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা
মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বাস।
মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের
মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত
কেটে গেছে আমাদের জঙ্গলের কতো কালো রাত!
মনে আছে, মনে রেখো
আমাদের সেই সব প্রেম-ইতিহাস।
অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে
সমর্পণ করে, ফিরে যাচ্ছি ঘরে
মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে।
যদি কোনোদিন আসে আবার দুর্দিন,
যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে
ভেঙে সেই কালো কারাগার
আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার।
Friday, March 30, 2007
Sunday, March 04, 2007
এক্স=প্রেম
x=prem.mp3 |
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস,
এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস,
ঝরে পরতিস টিপ টুপ টাপ
গায়ে মাখতাম-।
-- শিলাজিৎ।
বন্ধু তোর লাইগা রে...
Bondhu Tor Laiga r... |
বন্ধু তোর লাইগা রে আমার তনু জড় জড় ...
মনে লয় ছাড়িয়া রে যাইতাম, থুইয়া বাড়ি ঘর,
বন্ধু তোর লাইগা রে ...
-----------------
মূল গানঃ সৈয়দ শাহনুর
Friday, March 02, 2007
ভাবতেই পারো- প্রেয়ার হল
Punam - Bhabtei Pa... |
ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে, ধূলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে,সুর মেলে ডানা আকাশেরও ওপরে।
যাও যদি সুদূরপানে, চেনা কোন অন্যখানে।
ভালোবাসা মেঘে ঘেরা, আসবে যে আমার মনে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু, আজ তোমার মেঘে রঙ!
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন-
ভালোবাসা নিয়ে আসি আজ আমি, মেঘে মেঘে সারাক্ষণ।
Subscribe to:
Posts (Atom)