Friday, March 02, 2007

ভাবতেই পারো- প্রেয়ার হল

Punam - Bhabtei Pa...


ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে, ধূলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে,সুর মেলে ডানা আকাশেরও ওপরে।
যাও যদি সুদূরপানে, চেনা কোন অন্যখানে।
ভালোবাসা মেঘে ঘেরা, আসবে যে আমার মনে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু, আজ তোমার মেঘে রঙ!
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন-
ভালোবাসা নিয়ে আসি আজ আমি, মেঘে মেঘে সারাক্ষণ।

No comments: