চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকী হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
আলতো ঘুমেই দুঃখটাকে খানিক সুখের প্রলেপ দেওয়া।।
মাঝদুপুরে হঠাত সেদিন আচমকা সব পড়লো মনে
ব্যস্ত শহর ভিড় জমালো
তাক বুঝে ঠিক ফেললো কোনে।
রেতের বেলা একলা এখন জিড়োচ্ছে সব শহরতলী
চোখ দু'টো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি...।।
------------------------------------------------------------
গানের একটা ব্যপার হচ্ছে যত সুন্দর লিরিকই হোক না কেন সুর ছাড়া ঠিক স্বাদটা পাওয়া যায় না। তাই অর্ণবের এই ভীষণ চমতকার কথাগুলোর সাথে যদি সুরটুকুও কোনভাবে তুলে দিতে পারতাম...এই ভেবে আফসোস হচ্ছে।
Wednesday, October 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment