Monday, May 01, 2006

কবিতা - ১২

আমি তোমাকে এত বেশি সপ্ন দেখেছি যে তুমি
তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছো
এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার
এবং যে ওষ্ঠ থেকে আমার অতি প্রিয় সর জন্ম নেয়
সেখানে চুম্বন দেবার?......
আমি তোমাকে এত বেশি সপ্ন দেখেছি যে হয়তো
আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই,আমার শরীর সব
রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত.......
আমি তোমার ভুরু ছুঁতে পারি,ওষ্ঠ ছুঁতে পারি এত কম......
আমি তোমাকে এত বেশি সপ্ন দেখেছি,হেঁটেছি,
কথা বলেছি।
শুয়েছি তোমার ছায়ার সঙ্গে...............

************************************

সুনীল গঙ্গোপাধ্যায়ের "ছবির দেশে,কবিতার দেশে" বইতে পেয়েছিলাম এই কবিতাটা। রোবেয়ার দেনো-এর লিখা আর সুনীলের চমৎকার অনুবাদ।আমার সবচেয়ে প্রিয় কবিতার অন্যতম কবিতা হচ্ছে এটা...।

1 comment:

Anonymous said...

amr sobcheye proyo kobita