Showing posts with label নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়. Show all posts
Showing posts with label নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়. Show all posts

Thursday, April 27, 2006

২৫ শে বৈশাখ নিয়ে কবিতা

একটা ভীষন সুন্দর কবিতা পড়লাম আজ। বাংলালাইভের মজলিশে। কবিতার নাম ছিল না, কবির নাম নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় ।
এই কবিতাটির কৃতজ্ঞতা স্বীকার করছি "R " - নামের কোন একজনের প্রতি।
কবিতাটি তুলে দিলাম নীচে।
----------------------------------------

একটি গাছে রোজ সকালে ঠিক দুখানি ফুল,
একটি গাছে রোজ সকালে হিসেবটা নির্ভুল।

ঠিক দুখানি ফুল, ফুটবেনা এর বেশি,
একটি নেবে সুদর্শনা , অন্যটা উর্বশী।

ঠিক দুখানি ফুল, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবনে আশ্বিনে ,
কার্তিকে আর ফাল্গুনে বা ভাদ্র মাসের দিনে।

কিন্তু ধরো, হঠাৎ যদি পঁচিশে বৈশাখে,
সেই সে গাছে ফুল দুটি নয় তিনটে ফুটে থাকে;
সুদর্শনা - উর্বশী তার ভাগ করেছে ঠিক-
একটি -দুটি-তিনটি ফুলই রবীন্দ্রনাথ নিক।